সীরাত মঞ্জুর: দেশে করোনা মহামারী রেকর্ড সংখ্যক বৃদ্ধি পাওয়ায় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামীকাল থেকে একসপ্তাহের জন্য সারাদেশে লগডাউন পালন করতে।আজ এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারিও করা হয়েছে।প্রজ্ঞাপনে ৫ এপ্রিল সকাল ৬ টা থেকে ১১ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত সকল প্রকার (জরুরি সেবামূলক প্রতিষ্ঠান ব্যতিত) হোটেল,দোকান,রেষ্টুরেন্টসহ অন্যান্য সব প্রতিষ্ঠানকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। লকডাউনে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার কথা বলা হয়েছে।
এদিকে লকডাউনের ঘোষণা আসতেই আজ বাজারগুলোতে মানুষের উপচেপড়া ভীড় ছিল লক্ষীয়। লকডাউনের সময় নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখতে সকলে কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন বলে সচেতনমহলের কেউ কেউ জানান।
এদিকে উত্তর চট্টগ্রামের হাটহাজারী, কাটিরহাট,সরকারহাট,নাজিরহাট,বিবিরহাট,আজাদীবাজার,কাজিরহাট,হেঁয়াকো বাজারসহ ছোটবড় সব বাজারে লোকসমাগম চোখে পড়ার মত ছিল বলে খবর নিয়ে জানা যায়। জনসমাগম এড়িয়ে চলতে সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও প্রায় প্রতিটি বাজারে সচেতনতাবিধি মানা হয়নি বলেও খবর পাওয়া গেছে।
এছাড়া বাসটার্মিনাল গুলোতে মানুষের অতিরিক্ত ভীর লক্ষ করা গেছে সবখানে। চাকুরীজিবীরা একসপ্তাহ লকডাউনের খবরে বাড়ী ফিরে যাচ্ছে বলে ধারনা করা হয়।