লকডাউন
মোঃবোরহান উদ্দিন
লকডাউনে চলছে স্বদেশ
বন্দি সবাই ঘরে।
গরিব দুঃখী দিন কামলার
কেমনে আহার জুটে।
লকডাউনে চলছেনা কাজ
খালি চাউলের হাড়ি।
বাড়ীর ভিতর পরিবারের
ক্ষুধার আহাজারি।
আইন পালনে প্রশানের
কড়া নজর দারি।
পেটের ক্ষুধা আইন মানেনা
কেমনে থাকি বাড়ি।
রাষ্ট্র আমার খোজ রাখেনা
জনগণের হাল।
বাঁচার জন্য খাবার পাওয়া
সবার অধিকার।
রাষ্ট্র তুমি আইন করেছো
আহার দাওনা মুুখে।
গরিব লোকও দেশের মানুষ
মাড়ছো কেন পিষে?
কোটি টাকার প্রণোদনা
কাদের জন্য বাজেট?
আমার দেশের শ্রমের টাকা
ভরছে কাদের পকেট?
লকডাউনে চলছে স্বদেশ
সব নাগরিক ঘরে।
রাষ্ট্র তোমার জনগণের
খাবার ধাবার জুটে?
আইন করেছো মানবে সবাই
খাদ্য দাওনা পাতে।
পেটের ক্ষুধা বুঝে না আর
পড়ছি লকডাউনের ফাঁদে।