নিজস্ব প্রতিনিধি: ফটিকছড়িতে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন।
বৃহস্পতিবার (৫আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা শহীদ শফিকুন নূর মাওলা (বীর প্রতীক) গণমিলনায়তন এ অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুসাইন মো: আবু তৈয়ব, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আলমগীর, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহিন।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার আফিসার ইনচার্জ রবিউল ইসলাম, ভূজপুর থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং বীর মুক্তিযোদ্ধারা।
বক্তারা বলেন, ১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাত্রিতে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যাকারী ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন।বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর আবদান অনস্বীকার্য।তারুণ্যদীপ্ত মুক্তিযোদ্ধা শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে সম্মুখে সরাসরি অংশ গ্রহন করেছিলেন।
এর আগে উপজেলা পরিষদের প্রাঙ্গণে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের অফিসার ও কর্মকর্তাবৃন্দ।