ইমাম উল্লাহ ইমন: ফুটবলের আনন্দ যাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে তারায় করেছে এই ক্রীড়াঙ্গনের যোজন যোজন মিল বন্ধন। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন কাঞ্চন নগর গ্রামের এক ঝাক ব্রাজিল সমর্থক গোষ্ঠী কর্তৃক গত ২১শে আগস্ট শনিবার রক্তছড়িরকুল চা-বাগানের মাঠে আয়োজিত হয়ে যায় “ব্রাজিল সমর্থক গোষ্ঠী গেটটুগেদার ২০২১” ঈমান উল্লাহ ইমনের সঞ্চালনায় নজরুল খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান “নাজিফা ফ্যাশন” এর ডাইরেক্টর জনাব, মেজবাউল আলম আশেক। বিশেষ অতিথি আসাদুজ্জামান তানভির। উদ্ভোধনী বক্তব্যে বিশিষ্ট ব্যাংকার আমান উল্লাহ আমান বলেনঃ খেলাধুলা বিনোদনের জন্য প্রয়োজন তবে খেলায় যাতে জীবনের মূল লক্ষ্য বেহত না হয় সেই দিকে যথেষ্ট লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মেজবাহ উল আলম আশেক উপস্থিত একঝাক তরুনদের মোটিভেশনের পাশাপাশি বলেছেনঃ শিক্ষা সততা সময় ও জীবনের লক্ষ্য ঠিক করার মত গুরুত্বপূর্ণ কথা। তিনি শুনিয়েছেন তার জীবনের উত্থান পতনের গল্প। সময় যখন সময়ের নিয়মে চলছে ঠিক তখন রক্তছড়িরকুল চা-বাগানে ব্রাজিলের গেট টুগেদারে আয়োজিত হয় বিভিন্ন ইভেন্ট। ইভেন্ট গুলোতে ছিল, হাড়ি ভাঙ্গা, মোরগ লড়াই,দৌড় প্রতিযোগীতা, গান, কৌতুক, কুইজ প্রতিযোগীতা সহ একটি চার দলীয় ফুটবল ম্যাচ। সর্বশেষ পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে শেষ হয় কাঞ্চন নগরের ইতিহাসে সর্ব প্রথম ব্রাজিলের গেট টুগেদার ২০২১।
আয়োজক কমিটির সদস্য,
মোঃ আসাদুজ্জামান, আবদুল্লাহ আল নোমান, মাহমুদ, সায়মন, জাহাঙ্গীর, রাকিব, সাজ্জাত, হাসানসহ সকলে উপস্থিত ও আমন্ত্রিত মেহমানদের হৃদয়নিংরানো ধন্যবাদ জ্ঞাপন করেন।