নুরুল আবছার নূরী: ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া মহান অলিয়ে কামেল হাযত রওয়া মুশকিলকোশা হযরত শাহছুফি সৈয়দ আছমত উল্লাহ শাহ (রহঃ) এর ১৪৪ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজিমুশশাহ নুরানী ওয়াজ মাহফিল মাজার প্রঙ্গনে রহনুমায়ে শরিয়ত ওয়াত তরিকত,হাদিয়ে দ্বীনমিল্লাত,পীরে মোকাম্মেল,মুরশেদে ওস্তাজুল ওলামা হযরতুলহাজ্ব শাহছুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলামী মুনিরী (মাঃজিঃআঃ) এতে প্রধান অতিথি ছিলেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখর উদ্দিন কাদের চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন শফিকীয়া দরবার শরীফে মেজ শাহজাদা ও বারীয়া শফীকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন চৌধুরী।তকরির করেন চট্রগ্রাম বারীয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম বারী সরকারহাট বাকেরীয়া দাখল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফজ কারী মাওলানা মুহাম্মদ ইউনুছ মিয়া শফিকী, মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রাশেদুল আলম শফিকী, ছালে শাহ বোরহান উদ্দিন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন শফিকী মাওলানা মহি উদ্দিন ফয়েজী কাউছার। মুহাম্মদ হাসানের সঞ্চচালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আন্জুমানে রারিয়া আহমদিয়া বাংলাদেশের মহাসচিব আলহাজ্ব মাওলানা হাবিব আহমদ মুনিরী,মাওলানা আবুল কাশেম মুনিরী,মাওলানা মনচুর,মাওলানা আয়ূব, মাওলানা ছালাহ উদ্দিন, বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের সহাসচিব মুহাম্মদ নজরুল ইসলাম শফিকী, বিশিষ্ট রাজনিতিবিদ ও সমাজ সেবক এস,এম,শোয়ািব ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার সাংবাদিক রফিকুল আলম চৌধুরী,মাস্টার মুহাম্মদ ফোরকান,মাস্টার মুহাম্মদ বেলাল, মুহাম্মদ ইসমাইল হোসেন রানাসহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ। মিলাদ পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মাহসুম দেশ,জাতি, মুসলিম মিল্লাত বিশ্বর শান্তি কামনা করে মুনাজাত করেন রাঙ্গামাটিয়া
মীর মুনিরীয়া দরবার শরিফের মেজ শাহজাদা আলহাজ্ব মাওলানা আবু বকর মুনিরী।