নুরুল আবছার নূরীঃ ফটিকছড়ি উপজেলা’র শতবর্ষী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামেয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম (নাজিরহাট বড় মাদ্রাসা) ‘র দপ্তরি নুর মোহাম্মদ ১৪ ফেব্রুয়ারী -২৩ (মঙ্গলবার) ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ——— রাজিউন
মরহুমের মৃত্যুতে জামিয়ার প্রধান পরিচালক আল্লামা মুফতি হাবিবুর রহমান কাছেমী (দা.বা) শোক প্রকাশ করেছেন। তার মাগফিরাত কামনা করে জামেয়ার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দোয়া করেন। মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ যে, নুর মোহাম্মদ সাহেব দীর্ঘ ৪২ বছর যাবৎ অত্র প্রতিষ্ঠানের দপ্তরী হিসাবে কর্মরত ছিলেন।