নুরুল আবছার নূরী: নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি ঘরোনা আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন। এ ব্যাপারে দলীয় সিদ্ধান্ত না থাকলেও এলাকাবাসীর অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ফ্রব্রুয়ারী) বেলা ২টায় উপজেলা নির্বাচনী কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মোঃ তারিফুজ্জামান নিকট পৌরসভার জনসাধারণকে সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন নাজিরহাট ব্যবসায়ি সমিতির সভাপতি নাছির উদ্দিন।
এই সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু অরুন উদয় ত্রিপুরা উপস্থিত ছিলেন।
মুহাম্মদ নাছির উদ্দিন- সাংবাদিকদের বলেন, আমি দলীয়ভাবে নয় পৌরবাসীর অনুরোধে সতন্ত্র প্রার্থী হয়েছি। সরকার একটি সচ্চ, সুষ্ট, শান্তপুর্ণ নির্বাচন করবে বলে আশ্বাস দেয়ায় আমি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি জনগণের ভোটে বিজয়ী হয়ে, জনগণের সেবক হিসাবে কাজ করতে, এবং নাজিরহাট পৌরসভাকে একটু আধুনিক পৌরসভা রুপান্তরিত করতে এবং জনগণের সুখে দুঃখে তাদের পপাশে সবসময় থাকতে চাই।
তিনি আরো বলেন, এলাকাবাসী ও পৌরবাসী সুস্থভাবে ভোট দিতে পারলে আমি নির্বাচিত হবো ইনশা আল্লাহ।
এছাড়াও, নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেছেন একে জাহেদ চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা মুহাম্মদ নাছির উদ্দিনসহ একাধিক প্রথী মনোয়ন পত্র সংগ্রহ ও জমা দিচ্ছে বলে জানা যায়।
উল্লেখ্য যে, ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারি যাচাই বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় দ্বিতীয় নির্বাচন হলেও সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে প্রথমবারেরর মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৯ ফেব্রুয়ারী। তবে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাচনী অফিসে ২মেয়র প্রার্থী, সংরক্ষিত আসনে ৬, কাউন্সিলর পদে সাধারন আসনে ২৭ প্রার্থীসহ মোট ৩৫ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে জানান নাজিরহাট পৌরসভার নির্বাচনের রিটার্ণিং অফিসার চট্টগ্রাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ তারিফুজ্জামান।