নুরুল আবছার নূরীঃ ফটিকছড়ি সড়ক দূর্ঘটনায় ছকিনা নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৭ফেব্রুয়ারী)বিকেল ৩টার সময় চট্রগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কের পাইন্দং চামার দীঘিরবপাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায় নিহিত ছখিনা খাতুন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল সাথে ধাক্কা দিলে সেই রাস্তার পড়ে গুরতর আহত হলে।
স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
নিহিত ছখিনা খাতুনে বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার সাপমার গ্রামে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে রয়েছে।