মনছুর আলম(মুরাদ)কর্ণফুলী প্রতিনিধিঃ
শিকলবাহা সিডিএর টেক ফুটন্ত ফুল ক্রিড়া সংগঠন কতৃক আয়োজিত অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
আজ(১৭ফেব্রুয়ারী)শুক্রবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা সিডিএর টেক সংলগ্ন মাঠে এ অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সাধারণ সম্পাদক আল-আমীনের সঞ্চালনায় এবং শিকলবাহা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন রানা।
উক্ত অনুষ্ঠানে অন্যনদের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবী সংগঠন এ.আর.পি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা যুবলীগের ক্রিড়া সম্পাদক ও কর্ণফুলী উপজেলা ক্রিড়া সংস্থার নির্বাহী মেম্বার এম,এ,রহিম।সংগঠক মোহাম্মদ মামুন,মোঃ বাহাদুর,মোঃমিজানুর রহমান মিজান,রাকিব,সবুজ,তুষার,জামাল,আশিফ,রুবেল,সাদেক প্রমুক।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া উক্ত ফাইনাল খেলায় প্রতিদন্দ্ধিতা করেন সেলেনুর একাদশ বনাম সাগর ফুটবল একাদশ।এতে সেলেনুর একাদশ কে দুই/শূন্য গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেন সাগর একাদশ।
পরে ফাইনাল রাউন্ডে অংশ নেওয়া চ্যাম্পিয়ান দল ও রার্নাসআপ দল কে বিজয়ী পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।