জমার শেষ দিনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আসন্ন নাজিরহাট পৌরসভা নির্বাচনে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রাজনৈতিক দল আওয়ামী লীগ ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা একে একে নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় তারা স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পাশাপাশি জয়ী হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এর মধ্যে মেয়র পদে সাত জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আট জন, সাধারণ কাউন্সিলর পদে ৪২জনসহ মোট ৫৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। রবিবার (১৯ ফেব্রুয়ারি) ছিল প্রার্থীদের মনোনয়ন জমা দানের শেষ দিন ছিল।
ফটিকছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, মেয়র পদে ৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ৪২ সহ সর্বমোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ বিষয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: তারিফুজ্জামান বলেন , বিগত কয়েকদিন ধরে সুশৃংখল ভাবে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা করেছেন। আজ শেষ দিনে বিকাল ৪ টা পর্যন্ত মেয়র, সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে মোট ৫৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মো: তারিফুজ্জামান আরও বলেন, এ নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আমরা একটি সুষ্টু সুন্দর ও উৎসবমুখর নির্বাচন করতে যাচ্ছি। এরজন্য সকল প্রার্থীদেরসহ সবার সহযোগিতা প্রয়োজন।
এদিকে মেয়র পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী একে জাহেদ চৌধুরী, তরিকত ফেডারেশন মনোনীত মোহাম্মদ শাহ জালাল, স্বতন্ত্র প্রার্থী থেকে মোহাম্মদ নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, এস এম শফিউল আলম, এডভোকেট মো : ইসমাইল গনি ও আনোয়ার পাশা।
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঘোষিত তফসিল মতে, ১৯ ফেব্রুয়ারী মনোনয়ন দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারী যাচাই বাছাই, ২৭ ফেব্রুয়ারী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ভোট। পৌরসভার দ্বিতীয় নির্বাচনটি প্রথমবারের মত সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।