নিজস্ব প্রতিবেদকঃ ফটিকছড়ি উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহান ২১ শে ফেব্রুয়ারী ২০২৩ উপলক্ষে শুরুতে “প্রভাত ফেরি” উপজেলা পরিষদ মাঠ হতে আরম্ভ হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সরকারি বিভিন্ন দপ্তর ও বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দসহ অন্যান্যরা।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ সাব্বির রাহমান সানি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় জাতীয় সংসদ সদস্য, ২৭৯ চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসন-৩০৬ এর সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব।
এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান, জেবুন নাহার মুক্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, সৌরসভা মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, অফিসার ইনচার্জ ফটিকছড়ি ও ভূজপুর থানাসহ উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ এর নেতৃত্ববৃন্দ।
মোঃ নাসির উদ্দিনের পরিচালনায়, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন, এ টি এম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফটিকছড়ি উপজেলা।