প্রবাস সময় ডেস্কঃ ওমানে প্রথমবারের মত শুরু হতে যাওয়া দশদিনব্যাপী মিউজিক কনসার্ট ফেস্টিভ্যালে ওমান মাতাতে আসছে বাংলাদেশের চার তারকা শিল্পী সুপার স্টার সাকিব খান, কন্ঠ শিল্পী আঁকি আলমগীর, ন্যানসি ও ইমরান।
ওমান মাস্কাট বিটস্ এর আয়োজনে ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায়, ওমানের রাজধানীর লাইভ এট মাস্কাট এরিনা- অটোমোবাইল অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে, মাস্কাট বিটস্ কনসার্ট ফেস্টিভ্যাল ২০২৩।
মিউজিক কনসার্ট ফেস্টিভ্যাল শুরুর তৃতীয় দিনে আমাগী ৪ মার্চ ওমান মাতাবেন বাংলাদেশের চার তারকা শিল্পী! সুপার স্টার সাকিব খান, কন্ঠ শিল্পী আঁকি আলমগীর, নাজমুন মুনিরা ন্যানসি এবং ইমরান মাহমুদুল।
৪ মার্চ সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলবে জমকালো এই অনুষ্ঠান।
ওমান মাস্কাট বিটস্ মিউজিক কনসার্ট ফেস্টিভ্যালে, ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এর আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থাকবেন, বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম সমিতি ওমানের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম রাউজানের কৃতি সন্তান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

এদিকে আগামী ৪ মার্চ বাংলাদেশী শিল্পীদের মিউজিক কনসার্ট নিয়ে চট্টগ্রাম সমিতি ওমান- এর সভাপতি সিআইপি ইয়াছিন চৌধুরী বলেন- ওমানের মাঠিতে বাংলাদেশীদেক বিনোদন দিতে ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায়, ওমান মাস্কাট বিটস্ যে মিউজিক কনসার্ট এর আয়োজন করেছে এটি বাংলাদেশীদের জন্য গৌরবের।
চার তারিখ এই আয়োজনে থাকবে বাংলাদেশী শিল্পীরা। এটি মূলত ১০ দিনব্যাপী অনেক বড় একটা আয়োজন। এই ধরনের বড় উৎসবে আমার চট্টগ্রাম সমিতি ওমান, স্পন্সর হিসেবে থাকা আমাদের জন্য গর্বের। বাংলাদোশীদের অংশগ্রহণে এবং সবার আন্তরিক সহযোগিতায় এ আয়োজন সফল হবে বলে আমি আশা রাখছি।