এম. এম আবু বক্কর হারুনঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২২ এ অংশগ্রহণ করে ভূজপুর থানার কাজির হাট বাজারের প্রবীণ বিশিষ্ট ব্যবসায়ী সকলের পরিচিত মূখ, করিব আহমদ সওদাগরের মেজ ছেলে বিশিষ্ট ব্যবসায়ী তসলিম সওদাগরের বড় ছেলে, এবং বিশিষ্ট ব্যবসায়ি সেলিম ও ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি মুসলিম উদ্দীন ও বাতিজা ইউহিবুল্লাহ ইশতিয়াক তানভি। ভূজপুর কাজিরহাট “হলি ব্রাইট কিন্ডার গার্টেন” থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার বৃত্তি রোল নং- ৫২৮।
এছাড়াও বিগত সময়ে, ইউহিবুল্লাহ ইশতিয়াক তানভি বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছিল।
ইউহিবুল্লাহ ইশতিয়াক তানভি বর্তমানে ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির (ক) শাখায় অধ্যায়নরত।
সে ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জন করে প্রকৌশলী হয়ে এলাকা এবং পরিবারে নাম উজ্জ্বল করতে চায়। বিশিষ্ট ব্যবসায়ি তসলিম পুত্র ইউহিবুল্লাহ ইশতিয়াক তানভি স্বপ্ন পূরণে তার বাবা-মা ও পরিবার দেশ এবং নিজ এলাকাবসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।