দৈনিক ফটিকছড়ি ডেস্কঃ
একাদশ জাতীয় সংসদের সদস্য, মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ পর আবার নতুন করে চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭ এপ্রিল। চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করছেন, ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগরের ৮নং ওয়ার্ডের মৃত্যু আবুল খায়ের ছেলে, এবং তৈমহনি বাজারের ব্যবসায়ি ইয়াছিন সাওদাগরের ছোট ভাই মাইজভান্ডার সংগীত শিল্পী মীর মোহাম্মদ রমজান আলী (প্রেম)।
বৃহস্পতিবার (২ মার্চ) চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসার কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন স্বতন্ত্র প্রার্থী রমজান আলী প্রেম।
উল্লেখ্য যে, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ২৭ এপ্রিল। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তবে ভোটকক্ষে সিসি ক্যামেরা থাকবে না।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ করা হবে ৬ এপ্রিল। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়।