প্রবাস জেস্কঃ
ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগ এ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এন আমিন এর সঞ্চালনায়, এবং ক্লাবের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক এর সভাপতিত্বে। সোশ্যাল ক্লাবের আমিন আহমদ চৌধুরী হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে গেষ্ট অব অনার হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন গাল্ফ এক্সচেঞ্জ এর প্রধান নির্বাহী ইফতেখার উল হাসান চৌধুরী মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মাহমুদউল্লা ও আলহাজ্ব মোহাম্মদ নোমান মঞ্চে আরও উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম।

ও প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দিন কতৃক পবিত্র কোরআন থেকে তেলোওয়াত এর মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার। এর আগে শুরুতেই ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যথাক্রমেঃ
আব্দুল ওয়াদুদ,ইন্জিনিয়ার সাইদুল ইসলাম, আবু ইউসুফ, সবুজ শিকদার,মোহাম্মদ ইয়াকুব,ইন্জিনিয়ার আবদুল হামিদ, শাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার সৈয়দ মািবুল,মাস্টার মাহমুদুল্লাহ, আলহাজ্ব মোহাম্মদ নোমান, ইফতেখা উল হাসান চৌধুরী,ও সমাপনী বক্তব্য রাখেন ক্লাবের সম্মানিত চেয়ারম্যান ও সভার সভাপতি আলহাজ্ব জনাব সিরাজুল হক।
বক্তারা বলেন একুশে ফেব্রুয়ারি আমাদের অন্তহীন প্রেরণার উৎস। মাতৃভাষার দাবিতে বাঙালি তরুণদের সেদিনের আত্মদান শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ক্রমেই একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন ও অঙ্গীকার দানা বেঁধেছিল।
সভাপতির বক্তব্যে ভাষাশহীদদের মহান আত্মত্যাগের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে বৈধ চ্যানেলে টাকা পাঠিয়ে অধিকতর ভূমিকা রাখার জন্য ওমানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের আহ্বান জানান।
সার্বিক সহযোগীতায় ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সিরাজুল হক, সাহিত্য সম্পাদক শাহজাহান ভুইঞা ও মানিক।