ওমানে অনুষ্ঠিত হয়ে গেলো মাস্কাট বিটস্ মিউজিক কনসার্ট – উপস্থিত ছিলেন এবিএম ফজলে কাদের চৌধুরী
ওমান থেকে, ফোরকান মাহমুদঃ ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় আয়োজিত ওমান মাস্কাট বিটস্ মিউজিক কনসার্ট ফেস্টিভ্যাল- জমকালো আয়োজনে অংশ নিয়েছেন, বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এর আমন্ত্রণে তিনি এই জমকালো আয়োজনে আংশ নেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর হুমায়ন কবির, চট্টগ্রাম সমিতির সভাপতি (সিআইপি) ইয়াছিন চৌধুরী, প্রকৌশলী আশরাফুল রহমান (সিআইপি), ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন চেয়ারম্যান ব্ব্রিগেডিয়ার সালাম আল মাসকারিওসহ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ।
ওমান মাস্কাট বিটস্ এর আয়োজনে প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া এই মিউজিক কনসার্ট ফেস্টিভ্যালে বাংলাদেশের চার তারকা শিল্পী সুপার স্টার শাকিব খান, কন্ঠ শিল্পী আঁকি আলমগীর, নাজমুন মুনিরা ন্যানসি এবং ইমরান মাহমুদুল গান নিত্য পরিবেশন করে।
জমকালো এই আয়োজনে বহু প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ছাড়াও এতে আরও অংশ নেবেন সৌদিআরব, ভারত ও পাকিস্তানের শিল্পীরা। আয়োজক কমিটি জানান প্রবাসীদের বিনোদন দিতে ওমান ‘মাস্কাট বিটস’-এর আয়োজনে মিউজিক কনসার্টে অংশ নেবেন মোট ১৩০ জন সংগীতশিল্পী। আগামী ১০ মার্চ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। এরপর ১১ মার্চের সমাপনী আকর্ষণ হিসেবে গাইবেন পাকিস্তানের নন্দিত গায়ক রাহাত ফতেহ আলী খান।
এইদিকে ৪ মার্চ অনুষ্ঠিত হওয়া কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে, বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম সমিতি ওমানের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম রাউজানের কৃতি সন্তান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্য বলেন – আমরা প্রবাসী বাংলাদশীরা ওমানের আইন কানুন মেনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহবান জানান, এবং ওমানের মহামান্য সুলতান হাইতেম বিন তারেক এর প্রতি বিপুল সংখ্যক বাংলাদেশীদের কর্মসংস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।