নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজ, বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মনোয়ার মেজবাউল হক মুনিম।
বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।
সে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের উত্তর ইদিলপুর গ্রামের নছু বাকর আলী বাড়ির মুহাম্মদ মনজুরুল হকের ছেলে। সে প্রবাসী সাংবাদিক এমএম আবু বক্কর হারুন এর মামাতো ভাই। মনোয়ার মেজবাউল হক মুনিম চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজ, বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবক’টি বিষয়েই এ প্লাস নাম্বর পেয়ে এ কৃতিত্বের স্বাক্ষর রাখে।
মেধাবী শিক্ষার্থী মেজবাউল হক মুনিম পারিবারিক সূত্র জানা যায়, পঞ্চম শ্রেণীর পিএসসি ও অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা এবং এএসসি পরীক্ষায়ও কৃতিত্বের সাথে ভাল রেজাল্ট করেন। গোল্ডেন জিপিএ-৫ পেয়ে শিক্ষা জীবনের প্রথম ধাপ থেকেই রুহী সাফল্যের ধারা অব্যাহত রেখেছিলো।
সে নম্র-ভদ্র ও শান্তশিষ্ট ছেলে। সে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আত্নীয় স্বজন সবাই গর্বিত। তার এ সফলতার পিছনে সবচেয়ে যাদের অবদান বেশি তারা হলেন, মা-বাবা ও শিক্ষক মন্ডলী। সে বড় হয়ে প্রকৌশলী হতে চায় এবং সে সকলের দোয়া প্রত্যাশি।
উল্লেখ্য যে, ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায়, মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী।