ওমান থেকে, ফোরকান মাহমুদঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম সমিতি ওমান এর প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম রাউজানের কৃতি সন্তান, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ওমান আগমন উপলক্ষে সম্বর্ধনার আয়োজনে করেছে বাংলাদেশ দূতাবাস মাস্কাট লেবার উইন।
পরে চট্টগ্রাম সমিতি ওমানসহ ওমানের বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করেই।
এসময় তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রবাসীরাও তার মাধ্যমে সরকারের প্রতি বিভিন্ন দাবি জানান।
চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক, প্রকৌশলী তাফস বিশ্বাসের পরিচালনায়, সংবর্ধনা অনুষ্ঠানে ওমানের মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের পক্ষ হতে সভাপতিত্ব করেন দূতাবাসের শ্রম কাউন্সিলর হুমায়ন কবির।

এতে আরো উপস্থিত ছিলেন- দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) আছাদুল হক, চট্টগ্রাম সমিতির সভাপতি (সিআইপি) ইয়াছিন চৌধুরী, প্রকৌশলী আশরাফুল রহমান (সিআইপি), আলহাজ্ব শাহাবউদ্দিন, মুক্তিযাদ্ধা নোমান মাহমুদসহ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, যে ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এর আমন্ত্রণে মাস্কাট বিটস্ মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিতে ওমানে আসেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।