আব্দুল্লাহ আল মামুনঃ হাটহাজারীতে আলীপুর রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ আমিনুর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ রবিবার সকালে আলীপুর গাউছিয়া সুন্নিয়া নূরানী মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নানুপুর লায়লা-কবির কলেজের প্রভাষক মোঃ আহসান আরিফ চৌধুরী জুয়েলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আলীপুর রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এস.এম ইউসুফ, আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি ইউনুছ খোন্দকার, সাবেক সহসভাপতি এম. কাশেম, সাবেক সহসভাপতি এস.এম কাইয়ূম, সাবেক শিক্ষক আবু আহমদ, প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক চাঁন মিয়া ও সাইফুদ্দিন সজিব, এমরান, সৌরভ, মাওলানা শফিকি, হাফেজ আজহার, হাফেজ মহিউদ্দিনসহ প্রমুখ।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওসমান গণি সাহেব।