ফোরকান মাহমুদঃ আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা নির্বাচন।
আসন্ন এই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত উপজেলা আওয়ামীলীগ নেতা একে জাহেদ চৌধুরী নৌকা মার্কার বিজয়ের লক্ষে কাজ করে যাচ্ছেন, সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি, এবং সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ ও সাবেক সহ-সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবরিনা চৌধুরী।
প্রতিদিন বিভিন্ন, ওয়ার্ডে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে গণসংযোগ, উঠান বৈঠক, মিছিল,মিটিং ও বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে ফটিকছড়িতে শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে একে জাহেদ চৌধুরী এবং নৌকা মার্কার পক্ষে ভোট চাইছেন তিনি।

নৌকা মার্কার বিজয়ের লক্ষে দিন রাত নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন সাবেক এই নেত্রী। সাবরিনা চৌধুরী জানান-দেশের সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নাজিরহাট পৌরসভার জনগণ, একে জাহেদ চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমি মনে করি