
এম এম আবু বকর হারুনঃ ভূজপুর ৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মাওলানা শেখ মোহাম্মদ ইব্রাহিম এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে, উপজেলার পূর্বভুজপুর মিররে খিল গ্রামের ২শ অসহায় পরিবারের মাঝে, গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকালে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, মাওলানা সফিউল আলম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভুজপুর ইউপি চেয়ারম্যান এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন।

এতে আরো উপস্থিত ছিলেন-মোঃ আব্দুর রহিম, ইউপি সদস্য লোকমান হোসেন, মুসলিম উদ্দিন
শিকদার, সোহেল মুন্সি, মুরাদুল ইসলাম ভূজপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক তরিকত ফেডারেশন, মাস্টার মোহাম্মদ ইউসুফ, কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, মাওলানা আবু তালেব, মাস্টার মোহাম্মদ হাসেম, সমাজসেবক মোজাহার মিয়ে, সৈয়দ নূর কামাল উদ্দিন, মোঃ আবু বক্কর চৌধুরী মাস্টার, মোহাম্মদ এমরান উদ্দিন, মোঃ মুরাদুল ইসলাম প্রমূখ।
এদিকে, ভূজপুর এই ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের সদস্যরা ইফতার সামগ্রী হিসেবে নিত্য প্রয়াজনীয় সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।