পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফটিকছড়ি উপজেলা বাসী সহ দেশ বিদেশ এ অবস্থানরত সকল কে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, ভূজপুর প্রবাসীর যুব কল্যাণ পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক, সৌদি প্রবাসী, ফটিকছড়ি ভূজপুর থানার সিংহরিয়া গ্রামের ঐতিহ্য পরিবারেরর সন্তান জনাব মোঃহালিম উদ্দিন।
মোঃহালিম উদ্দিন সাহেব বলেন, একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে ধৈর্য্য ও সহনশীলতা অপরিহার্য।
ত্যাগের মহিমা নিয়ে হাজির পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য, ধৈর্য্য ও সহনশীলতার অনুপম নিদর্শন। পবিত্র ঈদুল আযহা আমাদের লোভলালসা,হিংসা বিদ্বেষ, আত্মতৃপ্তি,জুলুম ইত্যাদি ত্যাগ দেয়ার শিক্ষা দে।
তিনি বলেন, পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। এই ঈদ মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস। পবিত্র ঈদুল আযহা সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক।
সবাই কোরবানী পশুর বর্য্য যথাস্থানে পেলুন, পরিবেশ রক্ষায় সহায়তা করুন।
ঈদ মোবারক।