মুহাম্মদ আবু নোমান, হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না থাকা ও পণ্য ক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ২৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় পৌরসভা বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মদন স্টোরকে ১৫ হাজার, সৈয়দ স্টোরকে ৫ হাজার, হাজী সালাম স্টোরকে ৩ হাজার, বিসমিল্লাহ পোল্ট্রি এন্ড সেলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় ২৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এসব জরিমানা ডিসিআর মূলে তাৎক্ষণিক আদায় করে দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীদে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। জনকল্যাণে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।