
নিজস্ব প্রতিবেদকঃ ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নবনির্বাচিত এ.কে জাহেদ চৌধুরী শপথ নিয়েছেন। বুধবার (০৫ এপ্রিল) দুপরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁকে শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান।
এসময় শপথবাক্য পাঠ করেন ফটিকছড়ি উপজেলাধীন নাজিরহাট পৌরসভার সাধারণ নির্বাচনে নবনির্বাচিত মেয়ের, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরগণ।
শপথ নিয়ে নাজিরহাট নব-নির্বাচিত মেয়র একে জাহেদ চৌধুরী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। সেই আদর্শের ধারায় জনগণের সেবা করে আসছি।
যেহেতু এইবার আমি জনগণের ভোটের প্রতিনিধি হয়েছি, সেহেতু মানুষের সেবার করার দায়িত্বো আরো বাডিয়ে গেছে, আমি জনগনের ভোটে মেয়র নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রীর স্মাট বাংলাদেশ বিনির্মানে এবার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমি নাজিরহাট পৌরসভাকে ঢেলে সাজাব। আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলতে যা প্রয়োজন সব কিছুই করা হবে। এ ক্ষেত্রে আমি নাজিরহাট পৌরবাসীর সর্বোথক সহযোগিতা কামনা করব। এবং নাজিরহাট পৌরবাসীকে সাথে নিয়ে পৌরসভার উন্নয়ন এবং জনগণের চাহিদা পুরণ করতে কাজ করে যাব।

নাজিরহাট পৌরসভার দ্বিতীয় বারেরমত অনুষ্ঠিত হওয়া নির্বাচনে মেয়র নির্বাচিত হয় একে জাহেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রহমান সানি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুর মোরশেদ ফিরোজ, বাংলাদেশ আওয়ামী লীগ, বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সাবরিনা চৌধুরী, ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম, সাধারণ সম্পাদক এস.এম হারেছ মিয়াসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।