

এম হোসাইনঃ
ফটিকছড়ি লেলাং ইউনিয়নে অবস্থিত চাড়ালিয়াহাট নোয়াবাড়ী এলাকায় নতুন মসজিদ নির্মাণের উদ্যাগ গ্রহণ করা হয়েছে। আনুষ্ঠানিক ভিত্তি প্রস্থর স্থাপনের মাধ্যমে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ান প্রবাসী রুহুল আহমেদ।
০৬ মে শনিবার সকালে মসজিদ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার পাশা, এশা আতুল ইসলাম মাদরাসার পরিচালক শহিদুল ইসলাম (বড় হুজুর), জামিয়া আজিজিয়া মাদরাসার পরিচালক মুফতি খালেদ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, প্রবাসী নাজিম উদ্দীন কানন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ, অর্থ সম্পাদক নেজাম উদ্দীন, শহিদুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ।
মসজিদের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মসজিদ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধক ও অষ্ট্রেলিয়ান প্রবাসী রুহুল আহমেদ বলেন, এলাকার মানুষের যৌথ উদ্যোগের মাধ্যমে আমাদের এলাকায় প্রতি ওয়াক্ত নামাজ আদায়ের সুবিধার্থে প্রাথমিকভাবে এবাদাত খানা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলেও পরবর্তী তা জুমা মসজিদে রুপান্তর করা হবে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার ফলে দ্রুত সময়ের মধ্যে এই মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করতে পারবো বলে আশা করা যায়। এক্ষেত্রে দেশ ও বিদেশের সকলের প্রতি তিনি সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
পরে মসজিদের উন্নয়ন, দেশ ও প্রবাসের সকলের প্রতি কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।