নিজস্ব প্রতিবেদকঃ ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে সৌদি আরব প্রবাসী, ও আওয়ামীলীগ নেতা সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া মাসুদের বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানালেন বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সাবরিনা চৌধুরী।
শুক্রবার (১২ মে) মাসুদের গ্রামে বাড়িতে যান সাবরিনা চৌধুরী। একই সাথে তিনি উত্তর ফটিকছড়ি, হেঁয়াকো, হাসনাবাদ, বালুটিলা, দাঁতমারা ইউপিতে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মফিজ তালুকদার, আমান উল্লাহ, টিপু, শাহদাত, আলী হাসান, রাসেল, এমরান, সুমাইয়াসহ ছাত্রলীগর বিভিন্নস্থরের নেতাকর্মী।
উল্লেখ্য , গত ২৫ মার্চ রাত ১০ টার দিকে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বালুটিলা বাজারে দুর্ব্যত্তদের চুরিকাঘাতে মুত্যু বরণ করেন সৌদি আরব প্রবাসী ও স্থানীয় আওয়ামীলীগ কর্মী মাসুদুর রহমান।