প্রবাস ডেস্কঃ ওমানে মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে আব্দুল মান্নান রাজু (২৮) নামে এক ওমান প্রবাসী মৃত্যুবরণ করেছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৩ জুন) ওমান মাস্কাট রুই হামেরিয়া বলদিয়া মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদের ভেতরে হাট স্ট্রোক করে তিনি মৃত্যু বরণ করেন।
জানা যায়, মারা যাওয়া আব্দুল মান্নান রাজু নামে বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের বেতুয়ারকুল এলাকায়। সে ঐ এলাকার আব্দুল মালেকের পুত্র।
তিনি ওমানের হামিরিয়া নামক এলাকায় জিপশাম ডেকোরের কাজ করতেন।
বর্তমানে তার মরদেহ আল নাদা হাসপাতালে মর্গে আছেন।
আব্দুল মান্নান রাজু মৃত্যুতে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস ও ওমানের কমিউনিটির ব্যাক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।