এম এম আবু বকর হারুন:
ফটিকছড়ির পাইন্দং-এ পুকুরের পানিতে ডুবে মো. মিরাজ নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার পাইন্দং ইউপির বৃন্দাবনহাট বাজারের উত্তর পাশে আকম আলি টেন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. মিরাজ পাইন্দং আরবিয়া তালিমুল ইসলাম মাদ্রাসার শিক্ষক মো. মোরশেদ আলীর একমাত্র ছেলে।
ঘটনার সতত্যা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. তাজুল ইসলাম জানান, ‘সকাল ১১ টার দিকে শিশুটা খেলা করছিল। তার মা রান্না করার কাজে ব্যস্ত ছিল। খেলার এক পর্যায়ে মায়ের অগোচরে শিশু মিরাজ পুকুরে পড়ে যায়। এতে সে আর উঠতে পারেনি। পরে পুকুরের পানিতে ডুবে তার মর্মান্তিক মৃত্যু হয়। শিশু মিরাজ মাদ্রাসা শিক্ষক মোরশেদের একমাত্র ছেলে।’
শিশু মিরাজের মর্মানিত মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ বাদে আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।