শনিবার , ১৯ আগস্ট ২০২৩ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইসলাম
  6. কবিতা ও ছড়া
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম অঞ্চল
  9. চট্টগ্রাম উপজেলা সমূহ
  10. জাতীয়
  11. পৌরসভা সমূহ
  12. প্রথম পাতা
  13. প্রবাস সময়
  14. ফটিকছড়ি
  15. ফটিকছড়ি ইউপি সমূহ

ফটিকছড়ি ফোরাম আইআইইউসি’র নতুন নেতৃত্বে যারা

প্রতিবেদক
DF@admin
আগস্ট ১৯, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

দেশের সবচেয়ে বড় বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) পড়ুয়া বৃহত্তর ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি ফোরাম আইআইইউসি’র ২০২৩- ২৪ বর্ষের ৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ তানভীর হাসনাত মহিউদ্দিন চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্নাঙ্গ এই কমিটি ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার তানভীর হাসনাত মহিউদ্দিন চৌধুরী জানান, ‘গত ৫ আগস্ট দুইটি পদে নির্বাচনের আয়োজন করা হয়েছিল। এতে মোহাম্মদ ইরফানুর রহমান (অর্থনীতি ও ব্যাংকিং-৭ম) সভাপতি ও মোহাম্মদ রিয়াদ হোসেন (বিবিএ-৬ষ্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে তাদের নিয়ে আমরা গত ১৬ আগস্ট ৩৬ সদস্যবিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিই। তারা আগামী এক বছর স্ব-স্ব পদে দায়িত্ব পালন করবেন।’

দায়িত্ব পাওয়ার কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে: সৈয়দ মুত্তাকিন ফজল তাহসিন (এমবিএ), মোঃ আরিফুর রহমান (ইটিই -৭ম) ও আয়েশা ইয়াসমিন নিসা (ফার্মেসি -৮ম)।

সহ-সাধারণ সম্পাদক পদে: মোঃ আশরাফুল আলম রবিন (অর্থনীতি ও ব্যাংকিং -৭ম), মিজান উদ্দিন রাসেল (ইটিই -৭ম) ও তাবাসসুম সিমরান (বিবিএ -৬ষ্ঠ)।

সাংগঠনিক সম্পাদক পদে দাউদ রহমান (সিএসই -৫ম), সহ-সাংগঠনিক সম্পাদক পদে: মেহেদী আসান রাহাত (আইন -৩য়) ও জিগার মাহমুদুল্লাহ চৌধুরী (সিএসই -২য়)।

অর্থ সম্পাদক সৈয়দ ফারসাদ রাইয়ান (ফার্মেসি -৬ষ্ঠ) ও সহ-অর্থ সম্পাদক আসিফ হুমায়ুন (ফার্মেসি -৩য়)।

মিডিয়া-ফটোগ্রাফি সম্পাদক তালেব হোসেন রোমান (ফার্মেসি -৫ম) ও সহকারী মিডিয়া-ফটোগ্রাফি সম্পাদক মুহাম্মদ মুহতাসিম শাহরিয়ার (সিএসই -৪র্থ)।

জনসংযোগ সম্পাদক মোঃ জাবেদ হোসেন (বিবিএ -৭ম) ও সহকারী জনসংযোগ সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ এরফান (আরবী ভাষা ও সাহিত্য -৪র্থ)।

তথ্যপ্রযুক্তি সম্পাদক মোহাম্মদ রাগিব হাসিন (ইটিই -৭ম) ও সহকারী তথ্যপ্রযুক্তি সম্পাদক: ইফতিকার হাসান (সিএসই -২য়)।

ক্রীড়া সম্পাদক মোঃ ফেরদৌস ওয়াহিদ হৃদয় (ফার্মেসি -৬ষ্ঠ) ও সহ-ক্রীড়া সম্পাদক: নবীউল ফয়সাল (সিএসই -২য়)।

বিতর্ক ও সাংস্কৃতিক সম্পাদক নিকাশ নাথ (ইংরেজি ভাষা ও সাহিত্য -৬ষ্ঠ), সহকারী বিতর্ক ও সাংস্কৃতিক সম্পাদক সুবর্ণ বড়ুয়া (ইংরেজি ভাষা ও সাহিত্য -৪র্থ) ও সহকারী বিতর্ক ও সাংস্কৃতিক সম্পাদক: শরীফ মাহমুদ আরাফ (আইন -৩য়)।

মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক তৈমুর রহমান ইমন (বিবিএ -৮ম) ও সহকারী মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ করিম উদ্দিন (সিএসই -৪র্থ)।

সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাকাওয়াত হোসেন মিরাজ (ইইই -৫ম) ও সহকারী সমাজ কল্যাণ সম্পাদক আতিকুর রহমান শাফিন (সিএসই -২য়)।

মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া বিনতে আজিজ (অর্থনীতি ও ব্যাংকিং -৫ম)ও সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা আক্তার (দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ -৩য়)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচনি হয়েছে: সৈয়দ সাব্বির আহমাদ (দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ -৪র্থ), মোহাম্মদ জাবের (বিবিএ -৩য়), রায়হান ইকবাল (বিবিএ -২য়), মোহাম্মদ নাবিল হোসেন (সিএসই -২য়), সৈয়দ আবু ইউসুফ (বিবিএ -১ম) ও মোঃ রাকিফুল আজম জিশান (আইন -১ম)।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘প্রতি বছরের মতো এই সেশনেও এক বছরের জন্য নতুন ৩৬ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আমাদের নির্বাচিত করে সুন্দর একটি কমিটি গঠন করাতে ফোরাম আগের, বর্তমানের সকল সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আগের কমিটি গুলোর মতো সুন্দর ও সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে সর্বোচ্চ চেষ্টা করবো। এতে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।’

📝সীরাত মঞ্জুর, চট্টগ্রাম/ ১৯ আগস্ট ২০২৩

সর্বশেষ - প্রথম পাতা

আপনার জন্য নির্বাচিত

নাজিরহাট স্বতন্ত্র মেয়র প্রার্থী ইসমাইল গনীর জগ প্রতীকে ব্যাপক গণসংযোগ

হাটহাজারীতে জাগরণের স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাজিরহাট পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রর্থী মোঃ নাছির উদ্দিন

নাজিরহাট পৌরসভায় নিবাচিত নৌকার পেলেন একে জাহেদ

৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান

কালুরঘাটে টেম্পো উল্টে নিহত ১, আহত ১৫

হাটহাজারী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মেজবাউল হক (মুনিম)

ওমান মাতাতে আসছেন বাংলাদেশের তিন তারকা শিল্পী

ওমান মাতাতে আসছেন বাংলাদেশের তিন তারকা শিল্পী

আগামী ৪ মার্চ ওমান মাতাতে আসছেন বাংলাদেশের তিন তারকা শিল্পী

x