নিজস্ব প্রতিবেদক:
ফটিকছড়ি উপজেলা প্রায় শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাইদ চকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ সামলাতে মেজবাহ চৌধুরী টুটুলকে সভাপতি ও শিক্ষক জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
গেল শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের একটি কক্ষে পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়।
পরিষদের আহবায়ক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ সম্মেলন অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবি এম গোলাম নুর, প্রাক্তন ছাত্র মোসলিম তেউদ্দিন, মেজবাহ উদ্দিন চৌধুরী টুটুল, মোহাম্মদ ইকবাল কাজী, মো. রেজাউল করিম, মোঃ মফিজুর রহমান, হাবিবউল্লাহ বাহার চৌধুরী সাবু, মো. এমরান, মো: ইসহাক, মো. নাজিম উদ্দিন শাহীন, মোঃ ইলিয়াছ, মো. এমরান চৌধুরী, মোঃ মুবিন, এডভোকেট খোরশেদুল আলম টিপু, ডা. বি কে নাথ, রেজাউল করিম চৌধুরী প্রমূখ।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম এ মুছার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষক জসিম উদ্দিন, ব্যাংকার মোহাম্মদ আজম, আবু সাদাত সায়েম, মহিন উদ্দীন ,মো. জয়নাল আবেদীন, সুনন্দা বড়ুয়া, হাসনাত চৌধুরী রাব্বি, সাংবাদিক সালাউদ্দিন জিকু, এড. জাবেদ মোরশেদ, মো. সাজ্জাদ, মো. মিনহাজসহ অনেকেই।

সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মেজবাহ উদ্দিন চৌধুরী টুটুলকে সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া জাহেদুল আলম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক ও রেজাউল করিম চৌধুরীকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে আগামী ১৫ দিনের মধ্যে প্রাক্তন ছাত্র ছাত্রীদের একটি পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়।
২১আগস্ট/সীরাত মঞ্জুর