নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহানারা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উপজেলা বারৈয়ারহাট সংলগ্ন সৈয়দ সৈয়দা স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম ফটিকছড়ি পৌরসভার রাঙামাটিয়া এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী মাসুদ বলেন, মহিলাটি রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী খাগড়াছড়ির একটি বাস এসে ধাক্কা দিলে রাস্তায় পড়ে গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
জানা গেছে, গৃহবধূ জাহানারা ওই এলাকায় বাবার বাড়িত থেকে পৌরসভার রাঙামাটিয়া শ্বশুর বাড়ি যেতে বের হয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় এই ঘটনা ঘটেছে। ওই গৃহবধূর তিনটি কন্যা সন্তান রয়েছে।
নাজিরহাট হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ দৈনিক ফটিকছড়িকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ওই বাসটি আটক করেছে। চালক বাস রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় গৃহবধূ জাহানারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি সেখানে রয়েছে।
সীরাত/২৫আগস্ট