ফোরকান মাহমুদ:
ওমান আল শিফা সাগরে জোয়ারের পানিতে ভেসে মোঃ আব্বাছ ও আজাদ হোসেন নামে দুই সহদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার মধ্যরাতে ওমানের রাজধানীর আল সিফা সমুদ্রে সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আব্বাস ও আজাদ হোসেন, চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলরা, নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ ওমান প্রবাসী মৃত্যু আহমদ সওদাগরের ছেলে।
ওমান কমিউনিটি নেতা সেলিম পারভেছ জানান- গতকাল রাতে ওমান আরব সাগর আল সিফা পাড়ে রাতের আড্ডা ও খাওয়া দাওয়ার শেষ করে সাগরের হাটু পানিতে নামলে হঠাৎ জোয়ারের পানিতে ভেসে যায় দুই ভাই। এসময় তাদের আরেক ভাই আরাফাত হোসেন এবং দুই বন্ধুও সাথে ছিল।
রাতে খুঁজাখোজি করে না পেলেও সকালে ওমান রয়েল পুলিশের একটি টিম দুইভাইয়ের লাশ উদ্ধার করে।
বর্তমান তাদের মরদেহ ওমানের রাজধানীর কুরুম রয়েল পুলিশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।