সেলিম উদ্দীন: মানবিক উত্তর ফটিকছড়ি আয়োজিত আন্ত: শিক্ষাপ্রতিষ্ঠান প্রীতি বিতর্ক প্রতিযোগিতায় শান্তিরহাট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদরাসা।
আজ ১৪ অক্টোবর শনিবার, মানবিক উত্তর ফটিকছড়ি আয়োজিত আন্ত: শিক্ষাপ্রতিষ্ঠান প্রীতি বিতর্ক প্রতিযোগিতা শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের হল রুমে সকাল ১১টায় জনাব মাস্টার মাহমুদুল হাসান’র সঞ্চালনয় অনুষ্ঠিত হয়েছে। তথ্যপ্রযুক্তির সহজলভ্যতাই তরুণ প্রজন্মের নৈতিক মূল কারণ শীর্ষক বিষয়ে ছায়া সংসদের আদলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাজেদা আনোয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব, আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং দাঁতমারা ইউপি পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব, জানে আলম সাহেব। এতে উদ্ভোধনী বক্তব্যে মানবিক উত্তর ফটিকছড়ির সম্মানিত আহবায়ক জনাব হাসান শামসুদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক নির্মূলের স্লোগানে বলেন, যে মুখে ডাকি মা সেই মুখে মাদক না। এই স্লোগানকে শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী দল শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ে থেকে ৩ জন ও শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদরাসা থেকে ৩ জন মোট ৬জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় শান্তিরহাট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদরাসা। বিতর্কের মডারেটর হিসাবে ছিলেন নারায়ণ হাট আদর্শ ডিগ্রি কলেজ’র লেকচারাল জনাব, এস এম আল আমিন।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ক্রেস্ট সনদপত্র ও চেক বিতরণ করা হয়।
বিজয়ীদল শান্তিরহাট মিশকাতুন্নবী দাখিল মাদরাসাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।