এম এম আবু বকর হারুন আরব আমিরাত প্রতিনিধ।
ভুজপুর প্রবাসী ওলামা পরিষদ এর সম্মানিত প্রধান উপদেষ্টা, জামিয়া ইসলামিয়া ভুজপুর কাজিরহাট এমদাদুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সহ শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, হযরত মাওলানা জোনায়েদ বিন জালাল
সাহেব মহোদয় এর সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
গত কাল বাদে এশা, শারজাহ একটি রেস্টুরেন্টেকক্ষে ভুজপুর প্রবাসী ওলামা পরিষদ এর পক্ষ হতে , প্রবাসী ওলামা পরিষদ সেক্রেটারি , হাফেজ মাওলানা আনোয়ার হোসেন নয়ন এর ব্যবস্হাপনায়
আগত প্রধান উপদেষ্টা, হযরত মাওলানা জোনায়েদ বিন জালাল সাহেব কে সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রবাসী ওলামা পরিষদ সন্মানিত প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক,সাংবাদিক মাওলানা আজগর সালেহী, হাটহাজারী মাদ্রাসার সাবেক সফল মুহতামিম, আল্লামা হাফেজ হামেদ সাহেব হুজুর রহ. এর কনিষ্ঠ সাহেবজাদা, মাওলানা আনাস আফাজী৷ প্রবাসী ওলামা পরিষদ এর সহ সভাপতি, মাওলানা আব্দুল আজিজ৷ কৃষি সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক (আমিরাত) মাওলানা হাফেজ হাসান উল্লাহ৷ প্রচার সম্পাদক(,আমিরাত) মাওলানা বখতিয়ার হাশেমী৷ সদস্য মাওলানা জাহেদ উল্লাহ, মাওলানা সোয়াইব হাটহাজারী, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ জিহাদ সহ প্রবাসী ওলামা পরিষদ র শুভাকাঙ্ক্ষী বৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময়ে প্রধান উপদেষ্টা মহোদয় প্রবাসী ওলামা পরিষদ এর নেতৃবৃন্দের কে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ নসীহত মূলক বক্তব্য প্রধান করেন, এবং হযরত এর দোয়া ও মোনাজাত শেষে, আপ্যায়ণ এর মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত হয়৷