নিউজ ডেস্কঃ ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারে এমবিবিএস নামদ্বারী দুই ভূয়া ডাক্তারকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে এই আদেশ দেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: আরেফিন আজিম ও ভুজপুর থানা পুলিশের একটি টিম।
জানাযায়, দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারের স্থানীয় রমজান আলী মন্ডল নামে এক ব্যক্তি ডাক্তার না হয়ে নামের আগে ডাক্তার পদবী ব্যবহার ও ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই বাজারে হেদায়েত উল্লাহ নামে এক ফার্মেসী মালিককে অন্যায় ভাবে ডাক্তার পদবী ব্যবহার ও ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসী পরিচালনার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ফার্মেসি সিলগালা করা হয়। এসময় প্রতারণার আশ্রয় নিয়ে এ ধরনের তৎপরতার কথা জনসমক্ষে স্বীকার করে মোবাইল কোর্টের নিকট ক্ষমা প্রার্থনা করেন হেদায়েত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।