এম হোসাইনঃ
লেলাংয়ে রায়পুর তৌহিদী জনতার উদ্যোগে ফিলিস্তিনীদের ওপর ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় এলাকার শান্তিপ্রিয় মুসলমানদের অংশগ্রহণের মাধ্যমে রায়পুর সিকদার বাড়ী হতে মিছিলটি শুরু হয়ে লেলাংয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে বুড়িপুকুর পাড়ে এসে শেষ হয়। মিছিলে স্বতঃস্ফূর্ত মুসল্লীদের অংশগ্রহণ হয় এবং সকলে দখলদার ইসরাইলিদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিলে ইসরাইলিদের বিরুদ্ধে এবং স্বাধীনতাকামী বিপ্লবী ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে অসহায় মুসলমানদের ওপর দখলদার ইসরাইলি গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনীদের অধিকার ও মর্যাদা ক্ষুন্ন করার মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। দখলদার ইসরাইলি গণহত্যা বন্ধ সহ ফিলিস্তিনদের স্বাধীনতা সুনিশ্চিতকরণে বিশ্বব্যাপী জনমতের প্রতি শ্রদ্ধা রেখে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাছাড়া ইসরাইলি হানাদার শক্তির বর্বর নির্যাতন ও গণহত্যা বন্ধ করতে হবে। নিজেদের ভূখন্ডে বসবাসরত ফিলিস্তিনদের স্বাধীনতা এবং জাতিগত মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীনতাকামী বিপ্লবী ফিলিস্তিনীদের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন প্রদানে সকল মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
রায়পুর ইসলামিয়া নূরানী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা ছালামত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রিয়াযূল উলূম রায়পুর মাদরাসার পরিচালক মাওলানা জমিল উদ্দীন রায়পুরী, মাওলানা জুনাইদ, মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা বেলাল উদ্দীন, মোহাম্মদ শরীফ উদ্দীন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মুহিব্বুল্লাহ, ওসমান গণি লাভলু, ডাঃ তাসজীদ হাসান রশীদ (তুষার), এম হোসাইন, হাসনাতুল করিম রাহি, শাহাদাত হোসেন দিহান, রবিউল হোসেন আকিব, সাজ্জাদ হোসেন, আলমগীর প্রমুখ।
প্রতিবাদ শেষে ফিলিস্তিনী মুসলমান সহ সমগ্র বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্য মোনাজাত করা হয়।