ইউসুফ আরফাত
ফটিকছড়িতে সরকারী আশ্রয়ন প্রকল্পে স্থাপিত স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার( ১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নস্থ ডলু সরকারী আশ্রয়ন প্রকল্প ফিতা কেটে উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে সুধী সমাবেশ অনুষ্টিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি ফরিদা খানম।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধাস শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন পাইন্দং ইউপি চেয়ারম্যান মো.ছরোয়ার হোসেন স্বপন।,শিক্ষানুরাগী মামুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো.মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ।
পরে বিদ্যালয়ের সকাল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা ও ক্রীডা সামগ্রী বিতরণ করা হয়।