বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়ি ফোরাম আইআইইউসি’র বার্ষিক নির্বাচন সভাপতি দাউদ-সম্পাদক তালেব তা’লীমুল উম্মাহ একাডেমীতে সমাপনী শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ- হারুয়ালছড়িতে তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা কাঞ্চননগরে চাইল কেয়ার স্কুলে সংর্বধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আশ্রয়ণের শিশুদের স্বপ্নযাত্রা স্কুলের উদ্বোধন দৈনিক ফটিকছড়ি’র আয়োজনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সৎ-যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: আলাউদ্দিন সিকদার জামায়াতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন স্থান নেই: ফটিকছড়ি জামায়াত ফটিকছড়িতে যে সব এলাকায় বিদ্যুৎ থাকবেনা কাল আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে:  মাসুদুর রহমান

তা’লীমুল উম্মাহ একাডেমীতে সমাপনী শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ-

দৈনিক ফটিকছড়ি / ৫৫ ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৫:৩০ অপরাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ির লেলাং ইউনিয়নের দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত শাহনগর তা’লীমুল উম্মাহ ইসলামী একাডেমির ৫ম শ্রেণি সমাপনী শিক্ষার্থীদের বিদায়,অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় একাডেমি মিলনায়তনে সমাপনী শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। এসময় সমাপনী পরীক্ষার্থী ১৭জন শিক্ষার্থীকে বিদায়ী ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- ‘শিক্ষা জাতির মেরুদন্ড এটা আমরা সবাই জানি। কিন্তু,এ মেরুদন্ডকে সোজা রাখার জন্য প্রকৃত শিক্ষা অপরিহার্য। প্রকৃত শিক্ষা বলতে একাডেমি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করা। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে কোয়ালিটি শিক্ষা অর্জিত হয়’।
তিনি আরও বলেন- ‘আপনাদের সন্তানদের রাতে যথা সময়ে ঘুমানো ও সকালে উঠে কিনা? এসব দিকগুলোতে ভালোভাবে নজর রাখতে হবে’।

অনুষ্ঠানে লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ হোসেন ও প্রিন্সিপাল আবু বকরের যৌথ সঞ্চালনায়
প্রধান আলোচক ছিলেন- কুমিল্লা কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক বেলাল উদ্দীন আহমদ, উদ্বোধক ছিলেন বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমানের বৃহত্তর চট্টগ্রাম ইউংস-এর সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন পারভেজ এবং বিশেষ আলোচক ছিলেন ফটিকছড়ি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি,
ডা. মুহাম্মদ শহীদুল্লাহ্।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- পরিচালনা পরিষদ সচিব মুহাম্মদ নাছির উদ্দিন।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. ইউসুফ আলম মাসুদ,শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মুহাম্মদ নুরুল ইসলাম,জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ মফিজুর রহমান।

এছাড়াও সংবর্ধিত অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম হার্বারের সেক্রেটারি মো. ইদ্রিস চৌধুরী, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা’র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন কানন সহ একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com