ফটিকছড়ি ফোরাম আইআইইউসি’র বার্ষিক নির্বাচন সভাপতি দাউদ-সম্পাদক তালেব
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে পড়ুয়া বৃহত্তর ফটিকছড়ির শিক্ষার্থীদের ছাত্রকল্যাণ সংগঠন “ফটিকছড়ি ফোরাম আই’আই’ইউ’সি” এর বার্ষিক নির্বাচন এবং নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত.
৭ ডিসেম্বর শনিবার বিকাল ৫টা হতে নগরীর জিইসিস্থ কাচ্চি এক্সপ্রেসের সেমিনার রুমে ফোরামের সভাপতি ইরফানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন।
এরপর উপস্থিত অতিথিবৃন্দ ফুল ও ব্যাজ দিয়ে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি স্মৃতিচারণ ও দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।
অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, বিবিএ অনুষদের লেকচারার আফজালুর রহমান আরাফাত এবং সিএসই ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট লেকচারার মোবিন চৌধুরী, অত্র বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সরওয়ার আজম ফারুকী, অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স ডিভিশনের এসিস্ট্যান্ট ডিরেক্টর ইয়াসিন আবু হাসান।
এছাড়াও অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সদস্য জহির রায়হান, সাবেক সভাপতিগণ- ইঞ্জিনিয়ার সাইফুল আলম পারভেজ, ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেল, জনাব সৈয়দ শরফ রাসেল, অ্যাডভোকেট আতিক উল্লাহ ও জনাব মোহাম্মদ ইফরাদ উদ্দিন; সাবেক সাধারণ সম্পাদকগণ- ইঞ্জিনিয়ার আনিসুল ইসলাম, ইঞ্জিনিয়ার আল সাইদ চৌধুরী ও জনাব মোহাম্মদ সাদমান রাফিদ এবং সাবেক সহ’সভাপতিগণ – ইঞ্জিনিয়ার আসিফ ওসমান, আহসানুল হক রিফাত ও আলী মর্তুজা প্রমুখ।
পরে উপস্থিত সকলের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গনতান্ত্রিক পদ্ধতিতে কার্যকরী পরিষদ ‘২৫ এর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হোন সিএসই ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দাউদ রহমান ও ফার্মেসী ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তালেব হোসাইন রোমান। এসময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেল এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।