রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিজয় দিবস উদযাপন করছে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিহার্য: অধ্যক্ষ নুরুল আমিন ফটিকছড়িতে অনিবন্ধিত ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে ৫ লাখ টাকা জরিমানা ফটিকছড়িতে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার ফটিকছড়ি ফোরাম আইআইইউসি’র বার্ষিক নির্বাচন সভাপতি দাউদ-সম্পাদক তালেব তা’লীমুল উম্মাহ একাডেমীতে সমাপনী শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ- হারুয়ালছড়িতে তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা কাঞ্চননগরে চাইল কেয়ার স্কুলে সংর্বধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আশ্রয়ণের শিশুদের স্বপ্নযাত্রা স্কুলের উদ্বোধন দৈনিক ফটিকছড়ি’র আয়োজনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা

অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিহার্য: অধ্যক্ষ নুরুল আমিন

দৈনিক ফটিকছড়ি / ৯০ ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৪ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বর্তমান সময়ে ব্যবসার চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব অপরিহার্য। দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে নৈতিকতা ও সততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ফটিকছড়ি সদরে একটি রেস্তোরাঁয় ফটিকছড়ি জামায়াতের শিল্প ও বাণিজ্য বিভাগের উদ্যোগে আয়োজিত ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এক শ্রেণির ব্যবসায়ী দেশের সম্পদ লুটপাট করেছে। ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। এখন দেশের নেতৃত্ব অন্তর্বর্তীকালীনভাবে পরিচালিত হচ্ছে। দেশের অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠন এবং নৈতিক শুদ্ধি আনতে ব্যবসায়ীদের ভূমিকা বিশেষভাবে প্রয়োজন।

নগর জামায়াতের সেক্রেটারি বলেন, দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে এবং নীতি-নৈতিকতার ভিত্তিতে ব্যবসায়িক খাতে সফলতা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যবসায়িক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করা সম্ভব।

তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অংশগ্রহণ করার পাশাপাশি নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে।

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন(আইবিডাব্লিউএফ) এর উত্তর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও আইবিডাব্লিউএফ উত্তর জেলার সেক্রেটারি মোহাম্মদ এজাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আইবিডাব্লিউএফ চট্টগ্রাম জোনের সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী শাহাজান মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শওকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, রাশেদুল আলম মঞ্জু, ফটিকছড়ি থানা আমীর নাজিম উদ্দীন ইমু, থানা নায়েবে আমীর এডভোকেট ইসমাইল গনি, থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, সাবেক থানা আমীর মাষ্টার নাজিম উদ্দীন, নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মুরাদ, ফটিকছড়ি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী বেলাল উদ্দিনসহ বিবিরহাট বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com