নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের কৃঞ্চনগরে বন বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। এ অভিযানে উদ্ধার করা হয়েছে ৫২ শতক জমি, যার বাজার মূল্য প্রায় ৫২ লাখ টাকা।
বুধবার (২২ জানুয়ারি) দিনভর পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী। অভিযানে আরও অংশ নেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদিন, হাটহাজারী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সর্তা বিট কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
বন বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় ভূমিদস্যু মো. ইয়াছিন, মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন দীর্ঘদিন ধরে সর্তা বনবিটের আওতাধীন বনের জমি দখল করে সেখানে সীমানা প্রাচীরসহ স্থাপনা গড়ে তুলেছিল। বন বিভাগের বাধা সত্ত্বেও তারা দখলের কাজ চালিয়ে যায় এবং উল্টো হুমকিও দেয়।
অভিযানকালে, বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে সীমানা চিহ্নিত করা হয়। এসময় পুলিশ, আনসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদিন বলেন, “বন বিভাগের জমিতে সীমানা প্রাচীরসহ অবৈধ স্থাপনা গড়ে তোলা ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তাদের হুমকির পরও এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “বন বিভাগের জমি রক্ষায় পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এবারের অভিযানে ৫২ শতক জমি উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫২ লাখ টাকা।”
দৈফ/সীরাত