নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা লেখনির মাধ্যমে দিশেহারা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ি থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হলেও এখানকার বাসিন্দারা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এটি ফটিকছড়িবাসীর প্রতি অন্যায়। তাই তিনি অবিলম্বে ফটিকছড়ির ১৮টি চা-বাগানসহ আবাসিকে গ্যাস সংযোগের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে ফটিকছড়ি সাংবাদিক পরিষদ-চট্টগ্রাম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা লেখনির মাধ্যমে দিশেহারা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। গণমাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরেন এবং ভুলত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তবে কিছু গোষ্ঠী কখনো কখনো তাদের নিজেদের স্বার্থে সাংবাদিকদের ভুল পথে পরিচালিত করে।”
তিনি আরও বলেন, “ফটিকছড়ির মাটির নিচ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে, অথচ এখানকার মানুষ সেই গ্যাসের সুবিধা পাচ্ছে না। এটি ফটিকছড়িবাসীর অধিকার লঙ্ঘন। অবিলম্বে এই সমস্যা সমাধান করতে হবে।”
এসময় তিনি আরও বলেন, একটি চক্র নির্বাচন নিয়ে তালবাহানা করছে, যা কখনো শুভ হতে পারে না। নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র ততই বাড়বে। তাই অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান তিনি।
সংগঠনের সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদ জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ফটিকছড়ি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুল আলম চৌধুরী, বিএনপি নেতা মহিউদ্দিন আজম তালুকদার ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছালেহ নোমান।
এছাড়া বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি এস এম ইফতেখারুল ইসলাম, নির্মল চন্দ্র দাশ, প্রবীর বড়ুয়া, সৈয়দ তারেকুল আনোয়ার, যুগ্ম সম্পাদক শেখ মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু বড়ুয়া, আহসানুল কবির রিটন, গোলাম সরওয়ার, এম আর আমিন, জীবন মুছা, সুমন কুমার দে , সীরাত মঞ্জুর ও সাইফুল ইসলাম প্রমুখ।
এসএম