প্রবাস বাংলা ডেস্ক: ওমানে মৃত্যু বরণ করা চট্টগ্রাম রাউজান থানার বিনাজুরী ইউপির নিবাসী, ওমান গাউছিয়া কমিটি মাবেলা সানাইয়া শাখার, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা আবু জাহেদ মৃত্যুদেহ ফিরছে দেশে।
ওমানের রাজধানী মাস্কাট খোলা হসপিটালে মর্গের কার্য সম্পাদন ও যাবতীয় আইনী কার্যসম্পাদন শেষ করে,
গাউছিয়া কমিটি বাংলাদেশ, ওমান মোবেলা সানাইয়া শাখা ও চট্টগ্রাম সমিতি ওমানের সহযোগিতায় জানাজার নামাজ সম্পূর্ণ হয়।
দূতাবাসের আইনি কার্য সম্পাদন শেষ করে মৃত্যুর ৭দিনপর কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ) রাতে তাকে দেশে পাঠানো হয়।
জানা যায়, কর্মস্থলে তার পায়ে স্টিলের টুকরে ঢুকে পায়ে ইন্সপেকশন হয়ে অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা মোহাম্মদ আবু জাহেদ মৃত্যুবরণ করেন।
মৃত্যুরপর লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলমের সার্বিক তত্বাবধানে গাউছিয়া কমিটি বাংলাদেশ, ওমান মোবেলা সানাইয়া, চট্টগ্রাম সমিতি ওমান ও সানাইয়া ব্যবসায়ীদের সার্বিক ও আর্থিক সহযোগিতায় তাকে দেশে পাঠানো হয়।
এরআগে মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ওমানের রাজধানী মাস্কাট খোলা হাসপাতালের সামনে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এসময়, উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি, উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী, সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুসা চৌধুরী, সৈয়দ নাসির উদ্দিন, ওমান বিএনপি’র সভাপতি নূর হোসেন তালুকদার, পারভেজ মোঃ আমানুল্লাহ চৌধুরী বাবলু সিআইপি, হাটহাজারী সমিতি ওমানের সভাপতি আব্দুল হান্নান তালুকদার সাধারণ সম্পাদক নুরুল আবছার বাবলু, গাউছিয়া কমিটি মোবেলা সানাইয়া শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহেদ, সহ-সভাপতি মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান, মোহাম্মদ মহসিন, মোঃ মোজাম্মেল, মোঃ সৈয়দ, মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ ওয়াহেদ, মাওলানা ফিরোজ, মোহাম্মদ জয়নাল, মোঃ মিঠু, মোহাম্মদ আলম, মোঃ তসলিম উদ্দিন, সৈয়দ মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ আবু মিয়া, মোঃ বারেক চট্টগ্রাম সমিতি, গাউছিয়া কমিটি বাংলাদেশ ও ওমান প্রবাসীরা উপস্থিত ছিলেন।
গাউছিয়া কমিটি বাংলাদেশ ওমান মোবেলা সানাইয়া শাখা ডাকে সাড়া দিয়ে জানাজার নামাজে অংশগ্রহণ করায়। সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মোবেলা সানাইয়া শাখার সভাপতি লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম।
এসময়, উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের রুহে মাগফেরাত কামনা ও শোক প্রকাশ করেন