দৈনিক ফটিকছড়ি প্রবাস ডেস্কঃ ওমান মাস্কাট বিটস্ এর আয়োজনে, ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় ওমানে প্রথমবারের মত দশদিনব্যাপী শুরু হতে যাচ্ছে, মিউজিক কনসার্ট ফেস্টিভ্যাল। কনসার্ট ফেস্টিভ্যাল শুরুর তৃতীয় দিন ৪মার্চ ওমান মাতাবেন বাংলাদেশের তিন তারকা শিল্পী! সুপার স্টার সাকিব খান, কন্ঠ শিল্পী নাজমুন মুনিরা ন্যানসি এবং ইমরান মাহমুদুল।
আগামী ৪ মার্চ ওমানের রাজধানীর লাইভ এট মাস্কাট এরিনা- অটোমোবাইল অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওমান বিটস্ কনসার্ট ফেস্টিভ্যাল ২০২৩।
২মার্চ থেকে শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলবে এই কনসার্ট ফেস্টিভ্যাল। প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে জমকালো এই অনুষ্ঠান।
এদিকে এই মিউজিক কনসার্ট উপভোগ করতে, পাঁচ ক্যাটাগরিতে টিকেট রাখেছেন আয়োজক কমিটি। গ্যালারিতে ৩ ওমানি রিয়াল, ভিআইপি ৫০ রিয়াল, গুল্ডেল-২৫ রিয়াল, সিলভার- ১০ রিয়াল, বুলো- ৫ ওমানী রিয়াল। স্টেডিয়ামের গেটে টিকেট পাওয়া যাবে। অথবা টিকেট জন্য যোগাযোগঃ 77584638, 77506008/ 99491835