নুরুল আবছার নূরী:
ফটিকছড়ি উপজেলা ওও ভুজপুর থানায় আজ (২২ফেব্রুয়ারী) অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে ভ্র্যমমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো সাব্বির রাহমান সানি ।
ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে শুরুতে ভুজপুর থানার ৪নং ভুজপুর ইউনিয়নের হরিনাকুল এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের কাজে নিয়োজিত ২ টি ডাম্প ট্রাক জব্দ করা হয়। একই ইউনিয়নের রাবার ডেম এলাকায় অভিযান করা হয়, তবে মাটি কাটার আলামত পাওয়া গেলেও অভিযান চলাকালে কাউকে আটক করা যায়নি।
এরপর ফটিকছড়ি পাইন্দং ইউনিয়ন এর আঁধার টেক এলাকায় হালদা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন এর কাজে নিয়োজিত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরবর্তীতে একই ইউনিয়নের ফকিরাচাঁন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে মাটি কাটার আলামত পাওয়া গেলেও অভিযান চলাকালে কাউকে আটক করা যায়নি।
দুপুরে ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের তিন ও চার নং ওয়ার্ডে অভিযানে ৩ টি এক্সকেভেটর জব্দ করা হয় এবং একটি এক্সকেভেটর মেশিন ঘটনাস্থলে বিকল করে দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানি জানান।