নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী মানিকছড়ি- ফটিকছড়ি উপজেলা কাঞ্চননগর বটতলী এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন মগপার্টির পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (২৪ফেব্রুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি বিগ্রেড গুইমারা কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. কামাল মামুনের নেতৃত্বে সিন্দুকছড়ি জোনের আওতাধীন বটতলী এলাকার রমজান আলীর বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদসহ এই পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয়।
এ সময় ৪টি মর্টার, ১টি একে ৪৭, ১টি এম ওয়ান, ১টি এলজি লং ব্যারেল, ১টি পয়েন্ট ২২ মিমি রাইফেল, ১টি চায়না পিস্তল, ১টি এলজি শর্ট ব্যারেল, ২টি ওয়াকিটকি, মাইন তৈরির সরঞ্জাম, ভারতীয় রুপি, ৬৭ রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্তে বটতলী এলাকায় মগপার্টির সন্ত্রাসী তৎপরতার খবর পেয়ে অভিযানে নামে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন।
আরো জানা যায়, সন্ত্রাসীরা রমজান আলীর পরিবারকে জিম্মি করে তিন দিন ধরে তার বাসায় অবস্থান নিয়ে এ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল। কয়েক দিন ধরে রমজান আলী বাড়ি থেকে বের না হওয়ায় এলাকাবাসী স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিলে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযানে নামেন। এরিপ্রেক্ষিতে তাদের আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ ইবনে মাসুদ গণ-মাধ্যমকে জানান, ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের বটতলী এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রসহ পাঁচ পাহাড়ি সন্ত্রাসীকে আটক করে। তবে তাদের নাম ও পরিচয় জানাতে পারেনি। আটক সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রামের ফটিকছড়ি পুলিশের কাছে জব্দ হওয়া অস্ত্রসহ হস্তান্তর করা হয়েছে।