শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ফটিকছড়িতে অর্ধশতক বছর পর সড়ক পেয়ে এলাকাবাসীর মাঝে উচ্ছ্বাস ফটিকছড়িতে বালু, মাটির গাড়িতে ক্ষতবিক্ষত সড়ক ; সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত খেলাধুলা শুধু মানসিক শান্তি নয়, শরীরকে সুস্থ রাখে: মাসুদুর রহমান খেলাধুলা শুধু মানসিক শান্তি নয়, শরীরকে সুস্থ রাখে: মাসুদুর রহমান  ব্যাংকার’স ওয়েলফেয়ার  ফোরাম ফটিকছড়ি সভাপতি-নুরুল আবছার, সম্পাদক-এইচ এম নিজাম বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করছে অনুপ্রবেশকারীরা: সরওয়ার আলমগীর সমাজের বঞ্চিত মানুষের জন্য কাজ করে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব- ইউএনও মোজাম্মেল হক চৌধুরী ঈদ সামনে রেখে সিএনজি ভাড়া মনিটরিং, মোবাইল কোর্টের হুঁশিয়ারি ইউএনও’র স্বাধীনতাযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছিল স্বৈরাচারী সরকার – কর্নেল বাহার

স্বাধীনতাযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছিল স্বৈরাচারী সরকার – কর্নেল বাহার

দৈনিক ফটিকছড়ি / ৯৮ ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ

 

ফটিকছড়ি প্রতিনিধি

স্বৈরাচারী আওয়ামী সরকার বিগত ১৭ বছরে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃতি করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরিবর্তন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল। শহীদ জিয়ার অমর বাণী We Revolt declare the independance of Bangladesh যখন সূর্য বাণী হিসেবে কাজ করেছে। তারা সেটাকে ভুলে গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সেদিন শুধুমাত্র তার বাবাকেই স্বাধীনতার স্থপতি বানিয়েছে। যা সম্পূর্ণভাবে একটা বানানো গল্প। মুক্তিযোদ্ধের সময় শেখ মুজিব পাকিস্তানের কারাগার ছিলেন। স্বাধীনতা যোদ্ধে তার অবদান ছিলনা। বুধবার (২৬ মার্চ) বিকালে ফটিকছড়ি সরকারী কলেজ মাঠে ফটিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তিনি।

 

কর্ণেল (অব:) আজিম উল্লাহ্ বাহার বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ইতিহাস বিকৃতিকারী স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। সে ভারতে পালিয়ে গেছে। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। যারা এ দুঃসাহস দেখায় তারাই ইতিহাস থেকে মুছে যায়।

 

স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ছালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আলম আজাদ ও শাহজাদা সৈয়দ ওমর ফারুক, নাজিরহাট পৌর বিএনপির আহবায়ক মো. এজহার মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুনিরুল আলম জনি, সৈয়দ গোলাম মোরশেদ, বজলুর রহিম প্রমুখ।

 

উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী ও  রায়হানুল আনোয়ার রাহীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম তালুকদার, ইদ্রিস মিয়া ইলিয়াস, শওকত উল্লাহ চৌধুরী, শাহনেওয়াজ শেবুল, মুহাম্মদ হাসান, ছালামত চৌধুরী, এড.আবছার উদ্দিন হেলাল,বোরহান উদ্দিন মেম্বার, ওসমান হোসেন চৌধুরী সুজাউদ্দিন চৌধুরী, হান্নান চৌধুরী, এয়াকুব শহীদ,নজরুল ইসলাম চৌধুরী, একরামুল হক বাবুল,নুর উদ্দীন, সরোয়ার মেম্বার, মঈন চৌধুরী প্রমূখ।

 

এর আগে, বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী মিছিল সহকারে অনুষ্ঠানস্থলে যোগ দেন। এসময় শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন অতিথিরা। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও দেশবাসীর জন্য দোয়া করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
Theme Created By ThemesDealer.Com