নিজস্ব প্রতিনিধিঃ
ফটিকছড়ি কমিউনিটি ইউকে এর উদ্যোগে নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান ও মতবিনিময় সভা গত ৯ ফেব্রুয়ারি ইউকেস্থ বাংলা পাড়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
ফটিকছড়ি কমিউনিটি ইউকের নবনির্বাচিত সেক্রেটারী মোহাম্মদ ইব্রাহিম জাহানের পরিচালনায় ও ফটিকছড়ি কমিউনিটি ইউকের উপদেষ্টা আখতারুল আলমের সভাপতিত্বে নব নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নব নির্বাচিত কমিটিকে হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ফটিকছড়ি কমিউনিটি ইউকের নেতৃবন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোঃ ইব্রাহিম জাহান।
এতে বক্তব্য রাখেন, ফটিকছডি কমিউনিটি ইউকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম.আলি রেজা, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অনুপম সাহা অর্গানাইজিং সেক্রেটারি জাহিদুল আলম মাসুদ, ট্রেরেজারার মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার জয়নাল আবেদীন, মেম্বারশিপ সেক্রেটারি ইয়াসিন আলতাফ পারভেজ, প্রেস এবং পাবলিক সেক্রেটারি নুরুল আলম, এডুকেশন সেক্রেটারী সাইদ রাসেল,অ্যাসিস্ট্যান্ট এডুকেশন সেক্রেটারী আকবর আলি,সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারী মোহাম্মদ ইসা খান,অ্যাসিস্ট্যান্ট ওয়েলফেয়ার সেক্রেটারী আলতাফ হোসেন প্রমূখ। সভায় আরো বক্তব্য রাখেন মোঃআনিস চৌধুরী, কায়রুল ইসলাম, মোঃতাহমিদ চৌধুরী ।
ফটিকছড়ি কমিউনিটি ইউকের নবনির্বাচিত সভাপতি মোঃমাসুদুর রহমান বলেন, যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের সূচনা। এর মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফটিকছড়ি বাসীদের ঐক্যবদ্ধ করে এক প্লাটফর্মে আনার চেষ্টা করছি। নতুন পরিসরে নতুন কমিউনিটিকে নিয়ে আরো বেশি এগিয়ে যাওয়ার পথে সবাইকে সচেষ্ট থাকতে হবে।