দৈনিক ফটিকছড়ি ডেস্কঃ ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের উদ্যোগে গতকাল ২৭শে ফেব্রুয়ারী “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের।
সোমবার দুপুরে ফটিকছডি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সামি’র নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সাথে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার, মোঃ সাব্বির রাহমান সানি, ফটিকছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী,সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এবং বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের পরিবীক্ষণে সকল ধরণের সরকারী পরিসংখ্যান প্রস্তুত ও সরবরাহ এবং এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে বিভিন্ন স্তরে ডাটা রিভিউয়ের পর্যায়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মুখ্য ভূমিকা পালন করছে।