ইউসুফ আরফাত,ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজারে সড়কের উপর অবৈধ দোকান স্থাপন ও ফুটপাত দখলের দায়ে ৫ ব্যবাসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ অক্টোবর) নাজিরহাট পৌর এলাকার বাজারে অভিযানের নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
এছাড়া প্রায় ২০টি দোকানের সামনের ফুটপাত হতে অবৈধ মালামাল এবং ফুটপাত হতে বিভিন্ন সামগ্রী অপসারণ করা হয়। ভবিষ্যতে যাতে কেউ দোকানের সামনে ফুতপাতে মালামাল না রাখে সে জন্য অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, অভিযানে রাস্তার উপর অবৈধভাবে দোকান স্থাপন এবং ফুটপাতে মালামাল রেখে পথচারীদের চলাচলের রাস্তা সংকুচিত করার অপরাধে ৫ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুসারে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সাধারণ ছাত্র-জনতা, ফটিকছড়ি থানা পুলিশ, নাজিরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রকৌশলী ও কর্মচারী এবং ভূমি অফিসের কর্মচারীরা সার্বিক সহায়তা প্রদান করেন।